black and white bed linen

HALF CENTURY OF THEATRICAL EXCELLENCE

PANIHATI AVIJATRI

য়েকজন কিশোর এবং তরুণের চেষ্টায় ফুটবল খেলার মাধ্যমে ১৯৭৫ সালে পানিহাটী জয়গোপাল রায়চৌধুরী রোডে "অভিযাত্রী" নামে এক সংগঠন তৈরী হয়। নামকরণ করেন সদস্য খোকন দত্ত। সংগঠনটি কিছু কিছু কর্মকাণ্ড যেমন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল র‍্যালি করা, উল্লেখ্য এই র‍্যালীতে কপর্দকহীন সদস্যরা বেরিয়ে পড়েন কিন্তু অভাবনীয় ব্যাপার যে সকলের আর্থিক সাহায্য ও সহায়তায় তারা এই র‍্যালী সার্থকভাবে সম্পন্ন করেন।

এছাড়াও পাড়ার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নৈশপ্রহরা চালু করা, আর্থিকভাবে দুর্বল ছেলে-মেয়েদের বিনামূল্যে পড়াশোনা ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ ছিল। বৎসরান্তে একটি পূর্ণাঙ্গ নাটক করাও ছিল এই কাজকর্মের অন্তর্গত। পরবর্তীতে স্থানীয় পানিহাটী ক্লাবের একান্ত নাটক প্রতিযোগিতা দেখে পানিহাটি অভিযাত্রী আরো বেশী করে নাটকে প্রাণিত ও উদ্বুদ্ধ হয়েছিল ....

পানিহাটি অভিযাত্রীর ঐতিহ্যের ৫০ বছর

M e m o r i e s

Explore our events, gallery, and memories that celebrate the rich culture of our community.

Get in Touch with Us

Reach out for inquiries about our cultural club events and activities.