পানিহাটি অভিযাত্রীর বছর জুড়ে নাট্য পরিক্রমার দ্বিতীয় পর্ব ৯ই জুন ২০২৪ রবিবার অনুষ্ঠিত হয় । দ্বিতীয় পর্বের প্রথম অংশের অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে । "নাটকের জন্য পদযাত্রা" আচার্য প্রফুল্ল ভবন থেকে শুরু করে পানিহাটির বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে । বর্ণময় এই পদযাত্রার উদ্বোধন করেন নাট্যপরিচালক শ্রী মৃণাল মুখোপাধ্যায় মহাশয় এবং সঞ্চালনা করেন কবি শ্রী শিবাসীষ মুখোপাধ্যায় মহাশয় । পারম্পরিক ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ নিয়ে পদযাত্রায় লোকনৃত্য, ঢাকি,নাটকের ছবি দিয়ে সুসজ্জিত ট্যাবলো এবং পরিবেশ সচেতনার পোস্টার নিয়ে আমদের নবীন ও প্রবীণ সদস্যরা অংশগ্রহণ করেন ।
দ্বিতীয় অংশের অনুষ্ঠানে তিন ধরনের নাটক মঞ্চস্থ হয় । বোস ক্রিয়েটিভ & পারফর্মিং আর্টস প্রযোজিত অন্তরঙ্গ নাটক " নাইট মিরর " ও ইল্যুশন প্রযোজিত। " ক্লাউন ফর ইউ " নাটকটি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এবং সর্বশেষে আড়িয়াদহ নাট্যাপীঠ প্রযোজিত নাটক " বড়ে ভাই সাহাব " ও রবীন্দ্রনগর নাট্যায়ুধ প্রযোজিত নাটক " অচলায়তন " পানিহাটি অভিযাত্রীর নিজস্ব আচার্য প্রফুল্ল মঞ্চে অনুষ্ঠিত হয় ।