পানিহাটি অভিযাত্রী সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো ২০২৪এর ১০ই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিন । সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ষ জুড়ে নাট্যাযাপন করার পরিকল্পনা করে , এই উপলক্ষে আচার্য প্রফুল্ল ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ড. অরুময় বন্দ্যোপাধ্যায় । জন্মদিনের অনুষ্ঠান শুরু হয় কেক কেটে এবং পানিহাটি অভিযাত্রীর ওয়েব সাইট এর উদ্বোধন করা হয় । ওই দিন একটি আলোচনা সভার আয়োজন করা হয় , বিষয় : " প্রোডাকশন টা হেব্বি দাদা , সবাই প্রোফেশনাল Actor !!! দলগুলো সব ধুঁকছে দেখো,টিকে থাকাটাই Factor !!!
বক্তা : অভিক ভট্টাচার্য , ড. তীর্থঙ্কর চন্দ্র , দেবাশীষ বন্দ্যোপাধ্যায় , শান্তনু দাস , ড. দানি কর্মকার, সৌমিত্র কুমার চট্টোপাধ্যায় , কস্তুরী চট্টোপাধ্যায় ।